৫ টি প্রিমিয়াম কোর্স যা এখন কিছু সময়ের জন্য ফ্রি




আজকের ব্লগটি বুক সামারির বাইরে করা।আজকে এমন কিছু স্কিল বলব যা শিখলে আপনাকে অন্তত চাকরির পেছনে ছুটতে হবে না। 


এই স্কিলগুলোর শেখার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। অনেকে বলতে পারেন আরে এসব কোর্স ত ইউটিউবেই কত পাওয়া যায়।


তাদের জন্য বলে রাখি। আমি যেই সাইটি গুলো শেয়ার করব। সে সাইটগুলো সম্পূর্ন প্রফেশনাল। যেগুলো কিছু সময়ের জন্যই ফ্রি দেয়া হয়েছে। তাই দেরি না করে নিজের পছন্দ অনু্যায়ী কোর্সগুলো সংগ্রহ করে নিতে পারেন।

So let's start

১. কিভাবে দ্রুত নতুন স্কিল শিখতে হয় :


যেকোন জিনিষ শিখার আগে সবার আগে জানতে হবে শিখতে কীভাবে হয়।

আমরা অনেকেই বলব "কীভাবে শিখতে হয় এটাও কি একটা শিখার বিষয় নাকি? "

উত্তর :অবশ্যই

যেকোন স্কিল দ্রুত সময়ে শিখতে হলে আপনাকে একটি প্রসেস মেনে শিখতে হবে। 


আমরা হয়ত অনেকেই অনেক কিছু শিখতে চাই কিন্তু শিখার কোন সিস্টেমেটিক পদ্ধতি না জানার কারনে একটি স্কিল শিখতে অনেক সময় লেগে যায়। 


তাই সবার আগে আমি এই কোর্সটি অফার করছি যাতে করে নতুন স্কিল আপনি কম সময়ের মধ্যে শিখতে পারেন।

 কীভাবে দ্রুত শিখতে হয় কোর্সটি পেতে নিচের Click Here এ ক্লিক করুন।

Click Here


২. কপিরাইটিং স্কিল : 

ড্যান লক বিখ্যাত একজন আন্তর্জাতিক বিজনেস কোচ। তিনি তার এক ইন্টারভিউতে বলেছেন যে, কপি রাইটিং এমন একটি স্কিল যা আপনাকে আজীবন টাকা বানিয়ে দিবে।


কথাটা পুরোপুরি সত্য। দেখুন, ভবিষ্যতে রোবট এসে অনেকের চাকরি শেষ করে দিতে পারে। কিন্তু রোবট কখনোই কপিরাইটিং স্কিলে দক্ষ হতে পারবে না। তাই টেকনলজির উন্নয়ন  যতই হোক একজন কপিরাইটারের চাহিদা আজীবন থাকবে। 


আর বর্তমানে একটি ব্যবসায়ে একজন কপিরাইটারের অবশ্যই দরকার। পন্যের বিজ্ঞাপন লেখা থেকে শুরু করে ওয়েব সাইটের কনন্টেট লেখা পর্যন্ত সবকিছুতে একজন কপিরাইটারের দরকার।
আপনি যদি লিখতে ভালোবাসেন তবে এই স্কিলটা শিখে নিতে পারেন।

একজন ভাল কপিরাইটার মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।

নিচে দেয়া লিংকটি থেকে কপি রাইটিং শিখতে পারেন।

কপি রাইট কোর্সটি পেতে নিচের Click Here এ ক্লিক করুন।



৩. ভিডিও ইডিটিং


বর্তমান যুগ ভিডিওর যুগ। একটি স্ট্যাটিস্টিকের হিসেবে প্রতি সেকেন্ডে ইউটিউবে ৩০০ টিরও বেশি ভিডিও আপলোড  হয়।

বুঝতেই পারছেন বাজারে কি পরিমানে ডিমান্ড।
ভিডিও ইডিটিং একটি ক্রিয়েটিভ কাজ। রোবট চাইলেও করতে পারবে না। কিন্তু একজন মানুষ চেষ্টা করলে পারবে। 

যারা ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে তাদের জন্য ভিডিও ইডিটিং এর কাজটা বেস্ট। আর এর চাহিদার কথা বলে ত লাভই নেই। 

বর্তমানে ভিডিও ছাড়া অনলাইনের দুনিয়াতে কিছুই করতে পারবেন না। ভাল করে শিখুন দেখবেন চাকরি আপনার পিছনে পিছনে ঘুরবে।


কোর্সটি পেতে নিচের Click Here এ ক্লিক করুন। ২ টি কোর্স দেয়া আছে 

Click Here

Click Here

৪.ডাটা সাইন্স : 

ব্যবসায়ীরা ডাটা ছাড়া এক বিন্দু কোন সিদ্ধান্ত নেয় না। ডাটার উপড় ভিত্তি করেই সব স্ট্রাটেজি গ্রহন করা হয়। 

বর্তমান যুগে ডাটা যে ব্যবসায়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ন  সেটা আমরা সবাই জানি।
এইবার যারা ডাটা নিয়ে কাজ করে তাদের গুরুত্ব কতক্ষানী হবে! অবিশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না যে ভবিষ্যতে ব্যবসার সিদ্ধান্ত গ্রহনে তারাই প্রান হতে পারে।

তাই শিখে ফেলতে পারেন ডাটা সাইন্স।
ডাটা সাইন্সের যে কোর্সটি আপনার সাথে শেয়ার করব। সেই কোর্সটি বিশ্বের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান IBM তৈরি করেছেন।  ম্যাথ নিয়ে ফ্যান্টাসি থাকলে শিখে ফেলতে পারেন এই কোর্সটি।


কোর্সটি পেতে নিচের Click Here এ ক্লিক করুন। 

Click Here

৫. ওয়ার্ডপ্রেস : 

বিলগেটসের একটি বিখ্যাত উক্তি আছে "যদি তোমার ব্যবসা ইন্টারনেটে না থাকে তবে তোমার ব্যবসা কোন ব্যবসাই না।"

আরে ব্যবসাকে ইন্টারনেটে আনার প্রথম পদক্ষেপ হল একটি ওয়েবসাইট। বর্তমান যুগে ওয়েবসাইটের চাহিদা দিন দিন বাড়ছে। প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানই নিজেদেরকে অনলাইনে নিয়ে আসছে।


তাই যারা ওয়েবসাইট তৈরি করে তাদের চাহিদাও বাড়ছে। ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি টুলস হল ওয়ার্ডপ্রেস। পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠানের ওয়েব সাইট ওয়ার্ডপ্রেসে তৈরি। 

ওয়ার্ড প্রেসে আপনি তেমন কোডিং না জানলেও আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। 

যেহেতু এই স্কিলটি অনেক সহজ। তাই এর কম্পিটিশনও বেশি। অন্তত নিজের ব্যবসার জন্য হলেও কোর্সটি শিখতে পারেন।

কোর্সটি পেতে নিচের Click Here এ ক্লিক করুন। 

Click Here

এই প্রিমিয়াম স্কিল গুলো কিছু সময়ের জন্যই ফ্রি থাকবে। অন্তত এখন আপনি লগ ইন করে রাখতে পারেন। ভবিষ্যৎ এই কোর্স গুলো আপনাকে হয়ত সাহায্য করতে পারে। 








মন্তব্যসমূহ