২০২০ সালের ২০ ধরনের মার্কেটিং ।

 





আমি যখন ছোট ছিলাম টিভিতে মুভি দেখার সময় সবচেয়ে বিরক্তিকর একটি বিষয় ছিল এডভারটাইজিং। আর আমি বিটিভির আমলের মানুষ ত ,তাই অন্য কোন চ্যানেলে যাওয়ার সুযোগ ছিল না। ধৈর্য ধরে এডই দেখতে হত। একদিন আমি আমার বড় বোনকে বললাম আচ্ছা মুভি দেখানোর সময় এসব দেখায় কেন? তখন সে বলল আরে আমরা যেন তাদের কাছে থেকে এই পন্য গুলো কিনি সেই কারনে দেখায়। এটা হল মার্কেটিং । তখন বুঝলাম আচ্ছা এটা মার্কেটিং। যদিও অর্থ বুঝতাম না মনে করতাম মার্কেটিং বাংলা শব্দই।  তখন মনে গেথে গেছে টিভিতে ছবির মাঝখানে যা দেয় সেটাই মার্কেটিং ।পরে বড় হলাম মার্কেটিং ডিপার্ট্মেন্ট এ পড়াশুনার সুযোগ পেলাম ভর্তি হবার আগ পর্যন্ত আমার কাছে মার্কেটিং মানে টিভিতে অনুষ্ঠানের মাঝখানে যা দেয় তাই । পরে বুঝতে পারলাম আরে মার্কেটিং ত শুধু টিভিতে যা দেখায় তা না আরো অনেক কিছু আছে। ৩ থেকে ৪ ধরনের মার্কেটিং সম্পর্কে জানতাম কিন্তু এত ধরনের মার্কেটিং যে আছে | আমি নিজেও জানতাম না পরে ঘাটাঘাটি করার পর এদের সম্পর্কে জানতে পারি , তাই আজকে বিভিন্ন ধরনের মার্কেটিং সম্পর্কে জানব যা হয়ত আপনাকে আপনার বিজনেস গ্রো করতে সাহায্য করবে 


১.Cause Marketing :

 এর মানে হল সমাজের কোন সমস্যা সমাধান বা সমাজের জন্য ইতিবাচক কোন কিছু করে মার্কেটিং করাকেই  cause Marketing বলে।



২.Relationship Marketing  : 

এর মানে হল কাস্টমারের সাথে একটি স্থায়ী সম্পর্ক তৈরি করা । এবং সেটাকে ধরে রাখা।

৩.Word of Mouth : 

বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং টেকনিক হল এটি যেখানে কাস্টমাররা আপনার পন্যের ইতিবাচক কথা বাইরের মানুষের সাথে শেয়ার করবে ।

৪. Scarcity Marketing : 

কাস্টমারের মনে একধরনের হারিয়ে যাবার ভয় সৃষ্টি করে দিয়ে মার্কেটিং করা । যেমন এখন যদি না ক্রয় তবে আর পাবেন না এই ধরনের কিছু বলে মার্কেটিং করা ।




৫. Buzz Marketing : 

এই মার্কেটিং মানে হল কাস্টমারের মনে একধরনের কৌতূহল সৃষ্টি করা । যেমন মোবাইল ফোনের বিজ্ঞাপনে মোবাইলের আংশিক অংশ দেখিয়ে বলে,"আসছে........." এটাই হল Buzz Marketing


৬. Guerilla marketing ঃ 

এমন নতুন এবং দৃষ্টিনন্দন মার্কেটিং করা যা কাস্টমারের চিন্তারও বাইরে । যা কাস্টমারকে খুশি ফিল করায়। এবং অনেক দিন মনে থাকে।



৭.Transactional Marketing: 

 কুপন,ডিসকাউন্ট, ইত্যাদি দিয়ে যখন কোন পন্য সেল করা হয় তখন তাকে  Transactional Marketing বলে।


৮.Call to action : 

যেখানে কাস্টমারকে বলা হয় Buy Now, Download, Order Not etc.



৯,Email Marketing : 

কাস্টমারকে ইমেইলের মাধ্যমে যখন পন্যের বিজ্ঞাপন দেয়া হয়।


১০.Digital Marketing ঃ

 ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে ধরনের মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে।


১১.Brand marketing :

 মানুষের ইমোশন এর উপড় ভিত্তি করে বিভিন্ন ধরনের ইনসপায়ারেশনাল,এবং ইমশনাল  কনটেন্ট বানিয়ে মার্কেটিং করা।

১২, Contextual Marketing ঃ

কাস্টমারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভিন্নতা উপড় ভিত্তি করে মার্কেটিং করা।

১৩, User Generated Marketing : 

যেখানে কাস্টমাররা আপনার হয়ে মার্কেটিং করবে । বিভিন্ন ধরনের কনটেস্ট আয়োজন করা যেমন শেয়ার টু ঊইন লাইক টু উইন। যেখানে কাস্টমাররা আপনার পন্য সম্বলিত কোন পোস্ট দিবে নিজের ফেইজবুক প্রোফাইলে যাদের লাইক কমেন্ট বেশি তারা জয়ী।


১৪.Account based Marketing : 

এই মার্কেটিং এ পুরো মার্কেটকে টার্গেট না করে নিদির্ষ্ট কিছু কাস্টমারকে টার্গেট করে মার্কেটিং ক্যাম্পেইন সাজানো হয়। B2B 

১৫.Interactive Marketing:

  এই মার্কেটিং এ কস্টমারদের সরাসরি  ইন্টারেকশন থাকে । যেমন ফেইসবুক লাইভ;

১৬.Partner Marketing :

 যেখানে একজন আরেকজনের পন্য কে প্রমোট করবে। যেমন ম্যাক ডোনাল্ডেসে গেলে তারা কোকা কোলা সার্ভ করে।

১৭.Freebie Marketing : 

একটা কিনলে আরেকটা ফ্রি এটাকে বলা হয় ফ্রি বি মার্কেটিং ।

১৮.Content Marketing :

টার্গেট কাস্টমারকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কনটেন্ট ফ্রিতে দিয়ে যে মার্কেটিং করা হয়।




১৯.Affiliate Marketing: 

কেউ যদি কোন পন্য কাউকে রেফার করে দেয় তাহলে যে ব্যাক্তি রেফার করবে সে একটি কমিশন পাবে।

২০।Event Marketing:  

বিভিন্ন ধরনের ইভেন্ট এর আয়োজন করে মার্কেটিং করা।



এই ছিল ২০ ধরনের মার্কেটিং। যেগুলো বড় থেকে ছোট সব ধরনের প্রতিষ্ঠানই ব্যবহার করে থাকে। 


এই সবগুলো তথ্য বিভিন্ন বই এবং জনপ্রিয় শিক্ষনীয় সাইটগুলো থেকে নেয়া। আপনি যদি বিভিন্ন মার্কেটিং এবং বিজনেস রিলেটেড বুকসামারি পেতে চান তবে আমাদের ফেইসবুক পেইজে যুক্ত থাকুন।

https://www.facebook.com/boierkothatheblog 


Sources :

Books :Principles of Marketing by philip kotler

https://www.yodiz.com/blog/8-types-of-marketing-strategies-and-definition/

https://blog.hubspot.com/marketing/marketing-types

https://www.splashcopywriters.com/blog/types-of-marketing






মন্তব্যসমূহ